সাতকানিয়া বিওসি মোেড় সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১, আহত ৩


মোঃ নজরুল ইসলাম সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি >>> চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের বিওসি মোড় এলাকায় সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তি চন্দনাইশের হাসিমপুর বড়পাড়া এলাকার মোহাম্মদ নাঈম (৩১)।সোমবার (২৭ জানুয়ারি) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিওসি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, সকালে চন্দনাইশ থেকে ৪ জন যাত্রী নিয়ে সিএনজি অটোরিকশা সাতকানিয়ার দিকে যাওয়ার পথে বিওসি মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা নাঈম ও অটোরিকশা চালক জুয়েলকে (৩০) উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন। অপর দুই যাত্রী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।দোহাজারী হাইওয়ে থানার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা জানান, দুর্ঘটনার পরপর আহত অবস্থায় ২ জনকে চমেক হাসপাতালে নেওয়া হলে নাঈম নামের একজন মারা যায়। ঘটনাস্থল থেকে মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়েছে।


Related posts

সাউদার্ন মেডিকেল কলেজ শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি ডা. ধনঞ্জয়, সম্পাদক ডা. হোসেন

Chatgarsangbad.net

বরকলে নিরাপদ অভিবাসন বিষয়ক ওরিয়েন্টেশন

Chatgarsangbad.net

পাহাড়তলীতে অবৈধ ড্রিংকিং ওয়াটার কারখানায় অভিযান,১০ হাজার টাকা জরিমানা

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment