আজ ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

সাতকানিয়া প্রশাসনের অভিযানে দুই লক্ষ টাকা জরিমানা


আব্দুল্লাহ্ আল মারুফ >>> চট্টগ্রামের সাতকানিয়া কাঁচামাল হিসেবে ইট তৈয়ারিতে, ভাটায় মাটির যোগান দিতে মারিয়া হয়ে উঠেছে,মাটি খেকো সিন্ডিকেট। উপজেলার সকল ইউনিয়নে ২৪ ঘণ্টাই চলছে এসব সিন্ডিকেটের মাটি কাটার উৎসব।কৃষি জমি,পাহাড়, টিলা, নদীর পাড়সহ কোন কিছুই রেহাই পাচ্ছে না তাদের হাত হতে। নিয়মিত অর্থদণ্ড দিয়েও তাদের এ অপকর্ম বন্ধ করতে ব্যর্থ হচ্ছেন প্রশাসন।উল্টো পাল্লা দিয়ে দোর্দন্ড প্রতাপে অবিরাম চালিয়ে যাচ্ছে অবৈধ মাটিব্যবসা। এ অবস্থায় টিলা মাটির উপরের অংশ (টপ সয়েল) কাটার অভিযোগের সত্যতা পেয়ে ২ ইটভাটার ম্যানেজার কে,২ লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৪ মে) সকাল সাড়ে ১১ টার দিকে,উপজেলার এওচিয়া ইউনিয়নের, ছনখোলা,ছুড়ামনি, এলাকায় এইসবিএম,ও এমবিএম.ইটভাটায়,এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম। এসময় অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় এইচএবিএম,ও এমবিএফ,ইটভাটার ম্যানেজার সাতকানিয়া উপজেলার,এওচিয়া ইউনিয়নের, চূড়ামনি,এলাকায় রাবেত ইকবাল (৩৮)আইয়ুব আলীর ছেলে,অপর মানিক দেবনাথ (৩৬)একই এলাকার,নিবারণ দেবনাথ’র ছেলে।উভয়কে,ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন,২০১৩ (সংশোধিত ১০১৯) এর সংশ্লিষ্ট ধারায় দুইজন কে,২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।ভ্রাম্যমান আদালত সূত্র জানান,উপজেলার,এওচিয়া ইউনিয়নের, ছনখোলা, চূড়ামনিস্থ এইচএবিএম,ও এমবিএম,নামীয় ব্রিক ফিল্ডে টিলা হতে মাটি কাটার বা সংগ্রহ করার অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে উক্ত অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ২ ব্রিক ফিল্ডের ম্যানেজার, রাবেত ইকবাল (৩৮) কে এক লাখ টাকা,মানিক দেবনাথ (৩৬) এক লাখ টাকা জরিমানা করা হয়।অভিযানের সহযোগিতা করেন,পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট জান্নাতুল ফেরদৌস সহ-উপজেলা ভূমি অফিসের কর্মচারী ও সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ সার্বিক সহযোগীতা করেন।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম বলেন,পাহাড়ি টিলার মাটি কাটার দায়ে দুই প্রতিষ্ঠানের ইটভাটার ম্যানেজারকে,ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত ১০১৯) এর সংশ্লিষ্ট ধারায় দুইজন কে,২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়,এবং তা তাৎক্ষণিক আদায় করা হয়। ভবিষ‌্যতে এহেন আইন বর্হিভূত কার্যক্রমে লিপ্ত না হওয়ার কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে ।জনস্বার্থে কৃষি জমি ও পাহাড় কাটা রোধে মাটি খেকোদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর