আব্দুল্লাহ আল মারুফ,চট্টগ্রাম >>> চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পৌরসভায় অবস্থিত ঐতিহ্যবাহী দেওয়ানহাট
বাজার সরকারি ইজারা বাতিল করে সপ্তাহে দুদিন হাসিল নির্ধারণ করার দাবীতে দ্বিতীয়বার মানববন্ধন পালনে করেছে স্থানীয় ব্যবসায়ীরা ।বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকাল ৩ টার দিকে সাতকানিয়া পৌরসভার বাজার মসজিদ সংলগ্ন মেইন রোডে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন শেষে দেওয়ানহাট বাজার থেকে ভিক্ষুভ মিছিল টি পৌরসভা কার্যালয় প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় ব্যবসায়ী,ভোক্তা ও সচেতন নাগরিক সমাজের পক্ষে ওয়াজেদ আলী, হামিদ উদ্দিন আজাদ,রাসেল ওসমানী, আনোয়ার হোসেন, নুরুল কবির, ওসমান গণি ও মোরশেদ ব্যবসায়ী পৌরসভা বাসীর পক্ষে বক্তব্য রাখেন।
বক্তারা অভিযোগ করে বলেন, ইজারাদার বাজারটি ইজারা নেওয়ার পর থেকে ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছেন। কেউ অতিরিক্ত ইজারা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে বাজার থেকে বের করে দেওয়া হয়। এক বছরের ব্যবধানে দ্বিগুণ ইজারা আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেন বক্তব্যরা।তারা আরও বলেন, এলাকাবাসীর পক্ষে সরকারের উচ্চ পর্যায় সহ উপজেলা, জেলা ও বিভাগসহ সকল দপ্তরে স্মারকলিপি প্রদান করা হবে। সরকারের উচ্চ পর্যায় হতে স্মারকলিপি পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে তদন্ত নির্দেশনা দেওয়ার অনুরোধ জানানো হয়। আমাদের দাবী বসবাসরত কয়েক হাজার মানুষের স্বার্থের কথা বিবেচনা করে আগামী ৩ দিনের মধ্যে পূর্ণাঙ্গ ব্যবস্থা নেওয়ার সময় বেঁধে দেন ব্যবসায়ী ও ছাত্র জনতা।।অন্যথায় ইজারা বাতিল কার্যক্রম বিলম্ব হলে সাতকানিয়া উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেও কর্মসূচি পালিত হবে বলে ঘোষনা করা হয়।

Leave a Reply