সাতকানিয়া থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২


নিউজ ডেক্স >>>চট্টগ্রাম সাতকানিয়া এওচিয়া মাদার্শা পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও এক আওয়ামী কর্মী গ্রেফতার করেছে থানা পুলিশ।মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সাতকানিয়া এওচিয়া পূর্ব মাদার্শা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।গ্রেফতারকৃত আতিক হাসান (১৯)উপজেলার এওছিয়া ইউনিয়ন ছনখোলা, টিলা পারা এলাকার মো, ইউনুস’র পুত্র।একই উপজেলার মোবারক হোসেন, মাদার্শা ইউনিয়নের পূর্ব মাদার্শা এলাকার এজাহার মিয়া পুত্র।থানা পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া ওওচিয়া মাদার্শা ইউনিয়নে ১টি সিআর মামলার পলাতক আসামী ও ১টি আওয়ামী রাজনৈতিক মামলার আসামী গ্রেফতার করা হয়েছে।এই বিষয়ে সাতকানিয়া থানা অফিসার্স ইনচার্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম বলেন,অভিযুক্ত আসামি মোবারক পারিবারিক মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে,অপর আসামী আতিক রাজনৈতিক মামলার বিভিন্ন দ্বারা বিধি মোতাবেক মালা নং ৫(১০)২৪ অনুযায়ী,আদালতে আদালতের প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।


Related posts

সাতকানিয়ায় ইট ভাটায় অভিযান চালিয়ে লাখ টাকা জরিমানা

Md Maruf

চট্টগ্রাম ১৫ টি উপজেলার মধ্যে স্মার্ট ভূমি সেবায় এগিয়ে সীতাকুণ্ড

Md Maruf

১ লাখ ৮২ হাজার টাকার চুরি হওয়া স্বর্ণ উদ্ধার করলো সাতকানিয়া থানা পুলিশ

Md Maruf

Leave a Comment