আজ ১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সাতকানিয়ার মৌলভীর দোকান-দুরদুরি সড়কের বেহাল দশা


নিউজ ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মৌলভীর দোকান হয়ে মরফলা-দুরদুরি পর্যন্ত আঞ্চলিক সড়কটির এখন বেহাল দশা। অথচ চলাচলের অনুপযোগী হওয়া সত্বেও ১১ কিলোমিটারের আঞ্চলিক এই সড়কটি নিরুপায় হয়ে ব্যবহার করেন তিন গ্রামের প্রায় লাখ খানেক মানুষ।

সরেজমিনে দেখা গেছে— রাস্তাটির অধিকাংশ স্থানে ছোট-বড় গর্ত, পিচ উপড়ে যাওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে । বৃষ্টি হলেই সড়কটি পরিণত হয় নালায়। কাদাপানিতে একাকার হয়ে যায় সড়ক ব্যবহারকারী মানুষ।

এছাড়া শুষ্ক মৌসুমে ধুলোবালির অত্যাচারতো আছেই। এতে এক প্রকার অতিষ্ঠ ও ক্ষুব্ধ এলাকাবাসী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর