নিউজ ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়ায় একটি নোহা গাড়ি থেকে ৪৫ হাজার ইয়াবাসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেপ্তারকৃতরা হলো- মোহাম্মদ ফেরদৌস ওরফে ফিরোজ (৩৮), মোহাম্মদ ইয়াসিন (৩৭) ও ছলিম উল্লাহ (২৩)।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রামের উপ-পরিচালক হুমায়ুন কবির খন্দকার। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুর আড়াইটায় সাতকানিয়া থানাধীন ঢেমশা গ্রামের বটতলী রেল ক্রসিং এলাকায় একটি নোহা গাড়িতে অভিযান চালিয়ে ৪৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় তিনটি মোবাইল সেটসহ তিন যুবককে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, আসামিরা দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের সাথে জড়িত। তারা গ্রেপ্তার এড়াতে সাতকানিয়া-বাঁশখালী রুটে পালাতে চেষ্টা করে। তাদের ধাওয়া করে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।