আজ ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সাতকানিয়ায় ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত। 


আব্দুল্লাহ আল মারুফ >>>চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভা বিএনপির উদ্যোগে ৫ নম্বর ওয়ার্ডে -পাড়া ভিত্তিক ৩১ দফা কর্মসূচির উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৪ অক্টোবর) রাত ৮ টার দিকে,পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড এলাকায় এর আয়োজন করা হয়।সাতকানিয়া পৌরসভা বিএনপির উদ্যোগে পৌরসভা বিএনপি নেতা নাসিরের সভাপতিত্বে,দিদারুল আলমের সঞ্চালনায়,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেফায়েত উল্লাহ চক্ষু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পৌরসভা বিএনপির আহ্বায়ক প্রার্থী জনাব নুরুল আফসার।এস এম সালাউদ্দিন, বিএনপি নেতা আব্দুর রহিম, মিজানুর রহমান, আব্দুল মোমেন, সাতকানিয়া যুবদলের সদস্য সচিব শহীদুল্লাহ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য, আবুল হোসেন, হেফাজতুল ইসলাম, জামাল হোসেন, শাহাজাহান, আফসার প্রমুখ।সভায় বক্তারা বলেন -গণতন্ত্রের পথ ধরে বাংলাদেশকে উন্নত বিশ্বের সমকক্ষে নিয়ে যেতে হলে ৩১ দফার কোন বিকল্প নাই।গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার, আধুনিক শিক্ষা ব্যবস্থা ও শিল্প বিপ্লব ঘটাতে হলে ৩১ দফার পথ ধরে এগোতে হবে।তাই পাড়া মহল্লায় ৩১ দফা বিষয় নিয়ে মানুষের সাথে আলাপ আলোচনা করে জনমত গঠন করতে হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর