সাতকানিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে বাধা আটক ১


আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আমিলাইষে ইউনিয়নে সাঙ্গু নদী হতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযানে গেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর হামলার চেষ্টা চালিয়েছে বালু ব্যবসায়ীরা।শুক্রবার (১৭ জানুয়ারি)উপজেলার আমিলাইষ ১নং ওয়ার্ডের সাঙ্গু নদীতে এই ঘটনাঘটে। গ্রেফতারকৃত মোঃ সবুজ (ভোলা জেলা চর ফ্যাশন এলাকার কবির মাঝির পুত্র)ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।অভিযানের সহযোগিতা করেন,আনসার,পুলিশ ও উপজেলা ভূমি অফিসের সদস্যরা।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাযায় , প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে,বহুদিন যাবত সাঙ্গু নদীর বিভিন্ন স্থানে ও ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল একটি কুচক্রীমহল।স্থানীয় সূত্রে সংবাদ পেয়ে শুক্রবা সন্ধ্যার সময় নৌকায় সাঙ্গু নদীতে অভিযানে নামে প্রশাসন।প্রশাসনের উপস্থিতি বুঝতে পেরে বাল্কহেড এবং ড্রেজার সরিয়ে নিতে থাকে বালু ব্যবসায়ীগণ।এসময় এক পর্যায়ে ম্যাজিস্ট্রেটের অভিযানে ক্ষিপ্ত হয়ে বালু ব্যবসায়ীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও ইটপাটকেল নিক্ষেপ করার চেষ্টা চালায়।এ ঘটনায় কোনো ড্রেজার মেশিন জব্দ করতে না পারলেও বালু উত্তোলনে জড়িত ১ জনকে গ্রেফতার করে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস বলেন,সাঙ্গু নদীতে অবৈধ বালু উত্তোলনের খবর পেয়ে আমিলাইষে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।নৌকা নিয়ে ম্যাজিস্ট্রেট সেখানে গেলে বালু উত্তোলনে জড়িতরা সরকারি কাজে বাধা প্রদান,ইটপাটকেল নিক্ষেপ ও হামলার চেষ্টা করে।এ ঘটনায় একজনকে আটক করে সাজা দেওয়া হয়েছে।ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা ও দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।


Related posts

চট্টগ্রামে তাফসির মাহফিলের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন

Md Maruf

খুলনার শেখবাড়ি গুড়িয়ে দিল ছাত্র জনতা।

Md Maruf

বিডিআর বিদ্রোহ:১৬ বছর পর কারামুক্ত বিডিআর সদস্য ইউসুফ উখিয়ায় বাড়িতে!

Md Maruf

Leave a Comment