আজ ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সাতকানিয়ায় বসতঘর থেকে ৭ ফুট লম্বা অজগর উদ্ধার


নিউজ ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়ায় একটি বসতঘর থেকে প্রায় ৭ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছেন এলাকাবাসী। পরে বনবিভাগ সাপটি সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করে দেয়।

শুক্রবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার পুরানগড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোস্তাক আহমদের বসতঘর থেকে সাপটি এলাকাবাসী উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেন।

স্থানীয় বাসিন্দা মোস্তাক আহমদ জানান, বৃহস্পতিবার রাত ১১টায় আমার বসতঘরের একটি কক্ষে অজগর সাপটি দেখতে পাই। পরে আমি স্থানীয়দের সহযোগিতায় অজগরটিকে সেখান থেকে বের করে একটি রশি দিয়ে বেঁধে রাখি। পরদিন (শুক্রবার) সকালে বন বিভাগকে খবর দেওয়া হলে তারা এসে অজগরটিকে উদ্ধার করে নিয়ে যান।

বড়দুয়ারা বিট কাম চেক স্টেশন কর্মকর্তা মো. বজলুর রশিদ বলেন, ধারণা করা হচ্ছে পার্শ্ববর্তী বনাঞ্চল থেকে খাবারের সন্ধানে অজগরটি বন ছেড়ে লোকালয়ে এসেছিল। অজগরটি প্রায় ৭ ফুট লম্বা এবং ওজনে প্রায় ৮ কেজি। খবর পেয়ে অজগরটি উদ্ধার করা হয়। পরে সাপটি টংকাবতী সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করে দেওয়া হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর