আজ ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সাতকানিয়ায় জেন-জি একাডেমির উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা


আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> দক্ষিণ চট্টগ্রাম সাতকানিয়া উপজেলায় জেন-জি একাডেমি ও ইংলিশ লাভার্সের যৌথ উদ্যোগে জিপিএ- ৫ প্রাপ্তদের সংবর্ধনা দেওয়া হয়। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আন্তরিক সহযোগিতায় এই সংবর্ধনা প্রদান করা হয়েছে।এ সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস কে অতিরিক্ত জেলা প্রশাসক পদোন্নতিজনিত বিদায়ী সম্মাননা স্মারক প্রদান করা হয়।এসময় উপজেলা আইসিটি অফিসার ও সাতকানিয়া স্কিলস ডেভেলপমেন্ট ক্লাবের প্রধান উপদেষ্টা আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস।তিনি প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফলে সীমাবদ্ধ থাকলে হবে না, সময়ের সাথে মিলিয়ে নিজেদের দক্ষ এবং যোগ্য করে তুলতে হবে। তোমাদের আজকের এ সাফল্য আগামী দিনের বড় সাফল্যের ভিড় স্থাপন করবে।অনুষ্ঠানে আয়োজক ও পরিচালকরা জানান, জেন-জি একাডেমি ও ইংলিশ লাভার্স সাতকানিয়ায় একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা বিকাশে কাজ করছে। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের যোগ্য করে তুলতে বেসিক কম্পিউটার, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, স্পোকেন ইংলিশ এবং এসএসসি ও এইচএসসি পর্যায়ের ইংরেজি ও আইসিটি কোর্স পরিচালনা করছে প্রতিষ্ঠান দুটি।এতে অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন, বান্দরবান বিশ্ববিদ্যালয়ের প্রভাষক তৌহিদুল ইসলাম মাসুম, সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি তারেক হোসাইন, শহীদ আলহাজ আহমদুল হক চৌধুরী স্মৃতি ফাউন্ডেশনের মাস্টার সেলিম রেজা,ইংলিশ লাভার্সের প্রতিষ্ঠাতা আরিফুল ইসলাম মানিক সহ কৃতি শিক্ষার্থী ও অভিভাবকরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর