আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সাতকানিয়ায় কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেফতার


আব্দুল্লাহ আল মারুফ,সাতকানিয়া,চট্টগ্রাম।। চট্টগ্রামের সাতকানিয়ায় ছদাহা ইউনিয়নে কিশোর গ্যাং রোধে বিশেষ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। অভিযানে মোট ৬ জন কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করা হয়েছে।শুক্রবার (১৩ জুন)আড়াইটার দিকে,উপজেলার ছদাহা ইউনিয়ন এলাকায়,এ অভিযান পরিচালনা করা হয়।আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ‎সেনাবাহিনীর ৯ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি।বিজ্ঞপ্তিতে জানানো হয়,গত কয়েক দিন ধরে ছদাহা ইউনিয়নে,একটি কিশোর গ্যাং এর বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড যেমন: মারধর, অপহরণ ও চুরির অভিযোগ পাওয়া যাচ্ছিল। পূর্ববর্তী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় স্থানীয়দের সহযোগিতায়,নিয়মিত সেনা টহল পরিচালনা করা হচ্ছিল যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়।আজকে সেনা টহল দল উপজেলার ছদাহা ইউনিয়নের আশপাশে গ্যাংটির গতিবিধি লক্ষ্য করে। স্থানীয় জনগণের সহায়তায় উক্ত গ্যাং এর ৬ জন সদস্যকে আটক করা হয়। এরা এলাকায় পূর্ব থেকেই অপরাধী হিসেবে পরিচিত।সেনাবাহিনী আরও জানায়, তালিকাভুক্ত কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের গ্রেফতার করতে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।‎গ্রেফতারদের সাতকানিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।এ বিষয়ে সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সুদীপ্ত রেজা বলেন, “সেনাবাহিনী ছয় কিশোর গ্যাং সদস্যকে আমাদের নিকট হস্তান্তর করেছে। তাদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর