বিশেষ প্রতিনিধি ॥ সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একাধিক পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
গতকাল শুক্রবার বিকেলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে এ সহায়তা তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী। এ সময় জামায়াত নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুদান বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল উদ্দিন, সেক্রেটারি সাবেক ছাত্রনেতা তারেক হোসাইন, এওচিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আবু বক্কর সিদ্দিক, সহ-সভাপতি মোহাম্মদ জাকারিয়া, সেক্রেটারি ফারুক হোসাইন, সাবেক সভাপতি ডা. জাফর উল্লাহ ও ওয়ার্ড সভাপতি মাওলানা মোহাম্মদ ইলিয়াছ।
অনুদান বিতরণ শেষে আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি মানবিক সংগঠন। দেশের মানুষের যে কোনো বিপদ-আপদে দ্রুত সময়ের মধ্যে এগিয়ে আসা জামায়াতের ঐতিহ্য। নাগরিকদের অধিকার নিশ্চিত করে একটি মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্যেই জামায়াত কাজ করে যাচ্ছে। আগামীতে মানবিক কাজের পরিধি আরও বাড়বে।”
Leave a Reply