 
            
                            
                       
চাটগাঁর সংবাদ ডেস্ক: সাতকানিয়ার কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, চট্টগ্রামের বহুল প্রচারিত সাপ্তাহিক চাটগাঁর সংবাদ পত্রিকার সহ-সম্পাদক ও সাতকানিয়া সাংবাদিক সমিতির সদস্য মোহাম্মদ শহীদুল ইসলামের মমতাময়ী মা গোলবাহার বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ১০ ঘটিকায় চট্টগ্রাম সাতকানিয়া একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি ৩ ছেলে, ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সাংবাদিক শহীদুল ইসলামের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাপ্তাহিক চাটগাঁর সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব নুরুল আবছার চৌধুরীসহ পত্রিকার পরিবারের সকল সাংবাদিকবৃন্দ।
তারা মরহুমার আত্মার মাফফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
আজ আসরের নামাজের পর সাতকানিয়া কালিয়াইশ মাস্টার হাট সংলগ্ন জামে মসজিদের মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
Leave a Reply