Hom Sliderবাংলাদেশ

সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় মামলা, আটক ৫


নিউজ ডেস্ক: গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় নগরীর বাসন থানায় মামলা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন ৫ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে নিহত তুহিনের বড় ভাই মো. সেলিম বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলাটি করেন।

বাসন থানার ওসি শাহীন খান জানান, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় তার বড় ভাই মো. সেলিম বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন। বৃহস্পতিবার গভীর রাতে মামলাটি রেকর্ড হয়েছে।

তিনি আরো জানান, গতকাল রাতেই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের কাছে শত শত মানুষের সামনে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়।


Related posts

চন্দনাইশে গরু চোরের গুলিতে আহত ৩

Chatgarsangbad.net

আজ থেকে শুরু হবে নির্বাচনী প্রচারণা

Chatgarsangbad.net

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস: নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির

Chatgarsangbad.net

Leave a Comment