সরকারি সফরে রাশিয়া গেলেন সেনাপ্রধান


নিউজ ডেস্ক: সরকারি সফরে রাশিয়া গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ সফরে তিনি ক্রোয়েশিয়াও যাবেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

আজ রবিবার (৬ এপ্রিল) প্রথমে রাশিয়ার উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেন। চারদিনের রাশিয়া সফর শেষে আগামী ১০ এপ্রিল তিনি ক্রোয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন।

সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান রাশিয়া ও ক্রোয়েশিয়ার সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি দুই দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা জোরদারে আলোচনা করবেন বলে জানা গেছে।

এছাড়াও সেনাবাহিনী প্রধান রাশিয়া ও ক্রোয়েশিয়ার বিভিন্ন সামরিক স্থাপনা এবং সমরাস্ত্র উৎপাদন কারখানা পরিদর্শন করবেন। সফর শেষে তিনি আগামী ১২ এপ্রিল দেশে ফিরে আসবেন।

 


Related posts

মিরাজের নেতৃত্বে শ্রীলঙ্কার বিপক্ষে আজ মাঠে নামছে টাইগাররা

Mohammad Mustafa Kamal Nejami

বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে হত্যা মামলার তুফান সরকার গ্রেফতার

Chatgarsangbad.net

লালুর উন্নত চিকিৎসায় বিভাগীয় কমিশনার এবং চট্টগ্রাম জেলা প্রশাসনের সহায়তা কামনা

Chatgarsangbad.net

Leave a Comment