আজ ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

সম্প্রীতির বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চান : হাসনাত


আনোয়ারা প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, সম্প্রীতির বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, “আমরা আপনাদের সন্তানের মতো। যদি কোনো ভুল করে থাকি, আপনারা সংশোধন করে দেবেন।”

রোববার (২৫ মে) চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলীতে পথসভায় অংশ নিয়ে তিনি বলেন, এনসিপির নেতৃত্বে একটি বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তোলা হবে। যেখানে রাতের ভোট, মিথ্যা নির্বাচন ও ধর্মীয় নির্যাতনের জায়গা থাকবে না।

এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা বলেন, “আমরা এমন বাংলাদেশ চাই না যেখানে জনগণের অধিকার লঙ্ঘিত হবে। পুলিশ, সরকার ও প্রশাসন জনগণের জন্য কাজ করবে।”

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় সদস্য জোবায়ের আলম মানিকের সভাপতিত্বে যুগ্ম সদস্যসচিব মীর আরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু, মো. আতাউল্লাহ, সংগঠক আরমান হোসাইন, আজিজুর রহমান রিজভীসহ জেলা ও উপজেলার নেতারা উপস্থিত ছিলেন এবং শতশত নেতাকর্মী মিছিল-স্লোগানে অংশ নেন। আনোয়ারা ও কর্ণফুলী শেষে এনসিপির গাড়িবহর বাঁশখালী, সাতকানিয়া, লোহাগড়া, দোহাজারী, চন্দনাইশ, পটিয়া ও বোয়ালখালীতে পথসভায় অংশ নেয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর