Hom Sliderবাংলাদেশ

সমাবেশে যাওয়ার পথে দুর্ঘটনায় ২ জামায়াত নেতা নিহত


নিউজ ডেস্ক: ঢাকার সমাবেশে যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় জামায়াত ইসলামীর দুই নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৮ থেকে ৯ জন।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আশফাক হোসেন জানান, শনিবার ভোর সাড়ে ৪টা থেকে ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা গোলচত্বরে এ দুর্ঘটনায় ঘটে।

নিহতরা হলেন- মাওলানা আবু সাঈদ (৫৫) ও মোহাম্মদ আমানত শেখ (৫৫)। তাদের বাড়ি খুলনার দাকোপ উপজেলায়।

আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ ও ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভাঙ্গা থানার ওসি বলেন, ‘জামায়াতে ইসলামীর মহাসমাবেশে যোগ দেওয়ার লক্ষ্যে খুলনা থেকে ছেড়ে আসা একটি মিনিবাস ভাঙ্গা গোলচত্বরে মহসড়কের ওপর যাত্রাবিরতি দেয়। সে সময় খুলনা থেকে ঢাকাগামী রয়েল এক্সপ্রেসের একটি বাস দাঁড়িয়ে থাকা মিনিবাসকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মিনিবাসের সামনে দাঁড়িয়ে থাকা ওই দুই জন বাসের চাপায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা যান। ৮-৯ জন আহত হন।’

তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ, ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। বর্তমানে মিনিবাস ও মরদেহ ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের অধীনে রয়েছে।


Related posts

জিম্মি জাহাজ নোঙর ফেলেছে সোমালিয়া উপকূলে

Chatgarsangbad.net

এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু

Chatgarsangbad.net

সাতকানিয়ায় ককটেল বিস্ফোরণ

Chatgarsangbad.net

Leave a Comment