নিজস্ব প্রতিবেদক।। কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া বাজার থেকে চুরিকৃত ২ টি গাছের মিশিনসহ জামায়াত নেতার বড় ভাই পিচ্ছি সুলতান প্রকাশ টোকাই সুলতানকে আটক করেছে খরুলিয়া বাজারের লোকজন। ১৭ সেপ্টেম্বর বুধবার সকালে খরুলিয়া বাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত সোলতান শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঝিলংজা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও খরুলিয়া বাজার বণিক সমিতির কার্যকরী সদস্য হোসাইন আহমদ ও জামাত নেতা মোশারফের বড় ভাই এবং খরুলিয়া বাজার পাড়া এলাকার সলিমুল্লাহ ছেলে বলে জানা গেছে ।ঘটনার বিবরণ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কক্সবাজার জেলার রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আব্দুল কুদ্দুসের ছেলে মোঃ আক্তার কামাল সদরের ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া বাজারে দীর্ঘদিন ধরে ফার্নিচারের দোকানের ব্যবসা করে আসছে। এদিকে গত ৯ সেপ্টেম্বর ভোর রাতে খরুলিয়া বাজার পাড়া এলাকার সলিম উল্লাহর ছেলে পিচ্ছি সুলতান প্রকাশ টোকাই সুলতানের নেতৃত্বে একদল দুর্বৃত্ত আক্তার কামালের ফার্নিচারের কারখানার দরজার তালা ভেঙ্গে কারখানার ভিতরে প্রবেশ করে দুইটি রোটার মেশিন, মূল্য- ১৮,০০০/৮(আটারো হাজার) টাকা, দুইটি রন্দার মেশিন, মূল্য- ৯,০০০/-(নয় হাজার) টাকা, একটি জিকসু মেশিন, মূল্য- ৫,৫০০/(পাঁচ হাজার পাঁচশত) টাকা, একটি হেমার মেশিন, মূল্য-৩,০০০/-(তিন হাজার) টাকা, একটি গ্লাইন্ডার মেশিন, মূল্য-২,৫০০/- (দুই হাজার পাঁচশত) টাকা ও একটি এমপ্লিফায়ার, মূল্য-১৫,০০০/-(পনেরো হাজার) টাকাসহ সর্বমোট পঞ্চান্ন হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গিয়ে আত্মগোপন করে থাকে। এই ঘটনায় সোলতানকে ১ নং আসামী করে দোকানের মালিক বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।এদিকে উক্ত চোরাইকৃত মালামাল বিক্রি করার জন্য পিচ্ছি সুলতান প্রকাশ টোকাই সুলতান আজ বুধবার সকালে খরুলিয়া বাজারে আসলে বাজারের লোকজন তাকে দেখতে পেয়ে আটক করে উত্তম মধ্যম দিলে সে চুরির ঘটনা অকপটে স্বীকার করেন এবং চুরিকৃত সাতটি মিশিনের মধ্যে দুইটি মিশিন উদ্ধার করে দেন এবং বাকি ৫ টি মিশিন কোথায় রেখেছে তার ঠিকানা দেয়। পরবর্তীতে বাজারের লোকজন ৯৯৯ নাম্বারে ফোন করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয়রা জানান, দুইজন দায়িত্বশীল ভাই থাকতে কিভাবে সোলতান এসব অপকর্ম করে বেড়ায় তা সচেতন মহলকে ভাবে তুলেছে।