সদরঘাটে ট্রাক চালককে ছুরিকাঘাতে হত্যা


নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর সদরঘাটে ট্রাক চালকের ছুরিকাঘাতে অপর আরেক চালক নিহত হয়েছেন।

শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদরঘাট থানাধীন জেটি গেটের সামনে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে।

সিএমপির কোতোয়ালী জোনের সহকারী কমিশনার মো. নুরু আল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত সজীব চন্দ্র নাথ (৩০) জোরারগঞ্জ থানার তেমুহানী এলাকার প্রফুল্ল চন্দ্র নাথের ছেলে।

জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জেটি গেইট এলাকায় গাড়ি পার্কিংকে কেন্দ্র করে দুজনের দ্বন্দ লাগে। পরে বিজয় ছুরিকাঘাত করলে ট্রাক চালক সজীব চন্দ্র নাথ আহত হয়। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর পর অভিযান চালিয়ে অভিযুক্ত ট্রাক চালক ইউসুফ হোসেন বিজয়কে আটক করা হয়। এসময় হত্যায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে।

আটককৃত ইউসুফ হোসেন বিজয় (২৪), ব্রাহ্মণবাড়িয়া জেলায় হলেও বর্তমানে সে নগরীর সাগরিকা জমজম টাওয়ার এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করেন।

এব্যাপারে সদরঘাট থানার ওসি মো. আবদুর রহিম বলেন, একটি প্রতিষ্ঠানের আমদানি করা স্ক্র্যাপ (পরিত্যক্ত লোহা) বহনের জন্য দুটি আলাদা ট্রাক নিয়ে জেটি গেইটের সামনে অপেক্ষায় ছিলেন সজীব ও ইউসুফ। এসময় জেটিতে কে আগে প্রবেশ করবে সেই সিরিয়াল পাওয়া নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। বিজয় সজীবকে বুকে ছুরিকাঘাত করে। এসময় অন্যান্য চালকরা সজীবকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে এব ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

 


Related posts

রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটি এবং উপ কমিটির আহবায়ক ও যুগ্ম আহবায়কদের সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

Chatgarsangbad.net

কালারমারছড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত

Chatgarsangbad.net

চন্দনাইশ পৌরসভায় পবিত্র খতমে কুরআন ও খতমে গাউসিয়া শরীফ অনুষ্ঠিত

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment