আজ ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সড়ক সংস্কারের কাজের পরিদর্শন করলেন ৩০ নং ওয়ার্ড পূর্বমাদারবাড়ীর কাউন্সিলর পদপ্রার্থী মো.সাঈদুর রহমান সাঈদ


সাদ্দাম হোসেন:
চট্টগ্রাম সিটি কর্পোরেশনে মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এর অর্থায়নে নছুমালুম বাইলেইন রাস্তা সংস্কারের কাজ অগ্রগতি ও গুণগত মান তদারকি করতে পরিদর্শনে এসেছেন। ৩০ নং ওয়ার্ড পূর্বমাদারবাড়ীর কাউন্সিলর পদপ্রার্থী মো. সাঈদুর রহমান সাঈদ।
এই সময় তিনি বলেন,দীর্ঘদিন ধরে এই রাস্তাটি চলাচলের অনুপযোগী ছিল। শিক্ষার্থীসহ সাধারণ মানুষের কষ্ট দেখে আমরা রাস্তা সংস্কারের এই উদ্যোগ নিয়েছি। আমরা সবসময় মানুষের পাশে থেকে কাজ করতে চাই। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনে মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এর এই ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে বলে জানান তিনি।
গতকাল শনিবার সড়টির সংস্কার কাজ পরিদর্শনের সময় তিনি সাংবাদিকদের এই সব কথা জানান। তিনি আরো বলেন মানব সেবামুলক কাজে সব সময় সহযোগিতা করে যাবো ইনশা আল্লাহ।
এই সময় উপস্থিত ছিলেন ৩০ নং ওয়ার্ড বিএনপি নেতা মোবারক আলী সুজা, ইঞ্জিনিয়ার মোঃ ফালুবী, মোহাম্মদ নেজাম, মোহাম্মদ বাদশা সহ স্থানীয় ব্যবসায়ী ও গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
এই সময় স্থানীয়রা বলেন, রাস্তা দিয়ে মানুষ যাতায়াতে অনেক ভোগান্তি পৌহাতে হচ্ছিল। রাস্তাটি সংস্কার করে দেয়ায় মানুষের চলাচলে ভোগান্তি কমবে।অতিদ্রুত রাস্তাটির সংস্কার করে দেয়ায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনে মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ও ৩০ নং ওয়ার্ড পূর্বমাদারবাড়ীর কাউন্সিলর পদপ্রার্থী মো. সাঈদুর রহমান সাঈদ কে আন্তরিক ভাবে ধন্যবাদ জানান তারা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর