সচিবালয় অগ্নিকাণ্ড প্রমাণিত হলে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না-ধর্ম উপদেষ্টা


আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম >>> ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, রাতের অন্ধকারে নয়, আগামী নির্বাচনে বাংলাদেশের জনগণ দিনের আলোতে ভোট প্রদান করে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারবে। আগামী বছরের শেষদিকে কিংবা ২০২৬ সালের জানুয়ারিতে নির্বাচন দিয়ে অন্তবর্তী সরকার ক্ষমতা হস্তান্তর করবে।(২৮ ডিসেম্বর) শনিবার চট্টগ্রামের সাতকানিয়া মাদার্সা যুব উন্নয়ন পরিষদের উদ্যগে আবু হুরাইরা মাদ্রাসা মাঠে গরিব অসহায় এক হাজার পরিবারের মাঝে কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব মন্তব্য করেন ।তিনি আরও বলেন,’ সম্প্রতি সচিবালয়ে যে অগ্নিকাণ্ডের ঘটনাটি অত্যন্ত খুবই দুঃখজনক। সচিবালয়ে যে নথিপত্রগুলো আছে সেগুলো সারা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। এসব নথিপত্র পুড়িয়ে দেওয়া নিন্দনীয় কাজ। এ ঘটনায় সাত সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ইতোমধ্যে তদন্ত কমিটির সদস্যরা কাজ শুরু করেন। পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্টে আসার পর কেউ যদি দোষীসাবস্ত হয়, সে যেই হোক না কেন কাউকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমির আলহাজ্ব শাহাজাহান চৌধুরী বলেন,প্রতিটি ষড়যন্ত্রের পেছনে ভারতের ইন্দন রয়েছে। তারা অসাম্প্রদায়িক বাংলাদেশের সম্প্রীতি নষ্ট করার পাঁয়তারা করছে। দিল্লির সঙ্গে সকল চুক্তি বাতিল করতে হবে।মাদার্সা যুব উন্নয়ন পরিষদের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে চট্রগ্রাম মহানগর জামায়াতের আমির আলহাজ শাহজাহান চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


Related posts

দেশপ্রিয় খেলাঘর আসরের উদ্যোগে ভাষা দিবস পালিত

Chatgarsangbad.net

সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী মারা গেছেন

Chatgarsangbad.net

আনোয়ারায় পালিয়ে আসা ২০রোহিঙ্গা জনাতার হাতে আটক

Chatgarsangbad.net

Leave a Comment