চট্টগ্রামদক্ষিণ চট্টগ্রাম

শ্রী শ্রীমৎ স্বামী সনজিতানন্দ পুরী মহারাজের পূনাঙ্গ সন্যাস গ্রহন


পূর্ববঙ্গ গুরুকূল ব্রহ্মচর্য্য আশ্রমের সেবায়েত শ্রীমৎ সনজিদ চৈতন্য মহারাজ পূনাঙ্গ সংস্কারের মাধ্যমে সন্যাস গ্রহন করেছেন। পটিয়ায় পাঁচরিয়া তপোবন আশ্রমে পুর্নাঙ্গ সংস্কারের মধ্যদিয়ে ১৩ মার্চ (বৃহস্পতিবার) দুই দিনব্যাপী নানান ধর্মীয় মাঙ্গলিক আয়োজনের মধ্য দিয়ে তিনি এ পূনাঙ্গ সন্যাস গ্রহন করেন।

পূনাঙ্গ সংস্কারে এই সন্যাস গ্রহন অনুষ্ঠানের মাধ্যমে এখন থেকে পূর্ববঙ্গ গুরুকূল ব্রহ্মচর্য্য আশ্রমের সেবায়েত শ্রীমৎ সনজিদ চৈতন্য মহারাজের নাম পরিবর্তন হয়ে বর্তমানে গুরুপদক্ত নতুন নাম শ্রী শ্রীমৎ স্বামী সনজিতানন্দ পুরী মহারাজ।

শ্রী শ্রীমৎ স্বামী সনজিতানন্দ পুরী মহারাজ পূনাঙ্গ সন্যাস গ্রহন করার মধ্যে দিয়ে আরও এক ধাপ এগিয়ে যাবার খবর জানতে পেরে ভক্ত বৃন্দদের মনে আবেগ আপ্লূত হয়ে খুশির জোয়ার বয়ছে। এর আগে গত ৭ মার্চ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিতের কাছ থেকে তিনি পূর্ববঙ্গ গুরুকূল ব্রহ্মচর্য্য আশ্রমের সরকারি তালিকা ভুক্ত সনদ গ্রহন করেন।


Related posts

চন্দনাইশে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

Chatgarsangbad.net

রাঙ্গুনিয়ায় রাতের অন্ধকারে কৃষকের সবজি ক্ষেত কেটে সাবাড়!

Chatgarsangbad.net

বোয়ালখালীতে হিট স্ট্রোকে এক মাদ্রাসার শিক্ষকের মৃত্যু

Chatgarsangbad.net

Leave a Comment