নিউজ ডেস্ক: শ্রমিকদের আচার আচরণে অসন্তুষ্ট হয়ে ফ্যাক্টরি বন্ধের ঘোষণা দিলেন স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান।
গত বুধবার (১ অক্টোবর) এক নোটিশের মাধ্যমে স্মার্ট গ্রুপের আওতাধীন ‘স্মার্ট জ্যাকেট (বিডি) লিঃ বন্ধের ঘোষণা দেওয়া হয়।
উক্ত নোটিশে উল্লেখ করা হয়, এতদ্বারা স্মার্ট জ্যাকেট (বিডি) লিঃ এর সকল শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে কারখানার বিদ্যমান পরিস্থিতি যথা উৎপাদন ব্যবস্থার অবক্ষয় ও সম্মানীত বায়ার/ক্রেতাদের পণ্যের মাণ নিয়ে অসন্তুষ্টি এবং পরিশেষে সম্মানীত বায়ারের ব্যবসায়িক কার্যক্রম বন্ধের ঘোষণা হওয়াতে কারখানা কর্তৃপক্ষ কারখানার কার্যক্রম বন্ধের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহন করেছেন।
অতএব, উপরোক্ত বিষয়ের আলোকে নোটিশ প্রদত্ত দিন হইতে অর্থাৎ ১লা অক্টোবর’২০২৫ ইং তারিখ হইতে আগামী ৩১শে জানুয়ারি, ২০২৬ইং তারিখ পর্যন্ত কারখানার সকল বিভাগের কার্যক্রম চালু থাকিবে এবং ১লা ফেব্রুয়ারি’২০২৬ ইং তারিখ হইতে কারখানার সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা গেল।
এই সিদ্ধান্তের আলোকে কারখানার কর্মরত সকল শ্রমিক কর্মচারী-কর্মকর্তাদের বেপজা আইন অনুযায়ী সকল প্রকার পাওনাদি পরিশোধ করা হবে। সকলের সদয় অবগতি ও সহযোগিতা কামনা করছি।
এ বিষয়ে স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের সাথে কথা বললে তিনি জানান, হঠাৎ করে শ্রমিকদের আচার-আচরণ পাল্টে গেছে। তারা বিগত বছরের তুলনায় কাজ না করে বৈষম্যমূলক আচরণের অজুহাত দেখিয়ে উৎপাদন কমিয়ে দিয়েছে। ফলে গত বছর ভালো অর্ডার থাকা সত্ত্বেও আমাদের ব্যাপক ক্ষতি হয়েছে । তাই বাধ্য হয়ে আগামীতে আরো লোকসান থেকে বাঁচার জন্য অগ্রিম ফ্যাক্টরি বন্ধ করার নোটিশ দিয়ে দিয়েছি। এখানে শ্রমিকদের সমস্যাটাই হচ্ছে সবাই মনে করে তাদের সাথে বৈষম্য করা হচ্ছে। এই অবস্থায় তাদের আচার আচরণ দেখে আমরা শংকিত হচ্ছি। ফলে সরকার নির্ধারিত আইন অনুযায়ী চার মাস আগেই নোটিশ দিয়ে দিয়েছি। এর বেশি কিছু বলার নেই আমাদের।
Leave a Reply