আজ ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শোকের মাস সেপ্টেম্বর শুরু


শোকের মাস সেপ্টেম্বর। ২০০৪ সালের এই মাসেই নির্মমভাবে শাহাদতবরণ করেন বাংলাদেশ চেয়ারম্যান সমিতির যুগ্ম সম্পাদক, সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি, এওচিয়া ইউনিয়ান পরিষদের জনপ্রিয় বার বার নির্বাচিত সফল চেয়ারম্যান শহীদ আলহাজ্ব আহমদুল হক চৌধুরী।

১০সেপ্টেম্বর নারকীয় এই হত্যাযজ্ঞের ক্ষত যেন আজও দক্ষিণ চট্টগ্রামের মানুষ বয়ে বেড়াচ্ছে। সেদিনের পর থেকেই সেপ্টেম্বর মানে শোক আর কান্নায় মোড়ানো একমাস। এ মাসেই ঘাতকরা কেড়ে নিয়েছিল আহমদুল হকসহ তার প্রিয় বন্ধু মিনহাজ এর প্রাণ।

তাই সেপ্টেম্বর জুড়েই নানা কর্মসূচির মধ্য দিয়ে স্মরণ করা হয় দক্ষিণ চট্টলারএই শ্রেষ্ঠ দরদীকে। সাধারণ মানুষ ও রাজনৈতিক দলের পাশাপাশি মাসব্যাপী পালিত হয় শহীদ আহমদুল হক চৌধুরী ফাউন্ডেশন ও স্মৃতি সংসদের নানা কর্মসূচি।

১০সেপ্টেম্বর‘ একই দিন বাদ ফজর শহীদ এর খবর জেয়ারত ও কোরআন খতম এবং ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কার্যালয়ে শোক সভা করেন। এ ছাড়া ৩০ সে সেপ্টেম্বর পর্যন্ত মাসব্যাপী বিভিন্ন কর্মসুচী।
চা-সংবাদ২৪.কম/এস.টি


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর