টপ নিউজরাজনীতিসব খবর

শেখ হাসিনাকে দেশে ফেরত দিন, ভারতকে জামায়াত

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় না দিয়ে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী।

সোমবার (১৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ দাবি জানান।

রায়ের প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই বিচার নিয়ে প্রশ্ন ওঠার সুযোগ নেই—কারণ প্রক্রিয়াটি ছিল স্বচ্ছ, নিরপেক্ষ এবং আন্তর্জাতিক মান বজায় রেখেই পরিচালিত। তার মতে, পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে আশ্রয় দিয়ে যারা সহায়তা করছে, তারা অপরাধীদের পক্ষেই অবস্থান নিচ্ছে। তিনি আরও বলেন, “আমাদের দাবি হচ্ছে, তাদের অবশ্যই বাংলাদেশে ফেরত পাঠাতে হবে এবং আইনের কাছে সোপর্দ করতে হবে।”

গোলাম পরওয়ার বলেন, “যদি কেউ সৎ প্রতিবেশীসুলভ আচরণের দাবি করে, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়, তবে এ ধরনের পরিস্থিতিতে দায়িত্বশীল সিদ্ধান্ত নেওয়াই তাদের প্রথম কর্তব্য।”

উল্লেখ্য, পৃথক তিনটি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড এবং আরও দুটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়েছেন, আর রাজসাক্ষী হিসেবে থাকা সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করে।


Related posts

জুলাই আন্দোলনের মূল নায়ক তারেক রহমান: আমীর খসরু

Mohammad Mustafa Kamal Nejami

সংকটের এই সময়ে গণমুখী বাজেট হয়েছে : কাদের

Chatgarsangbad.net

‘সরকারের চেয়ে সিন্ডিকেট কীভাবে শক্তিশালী হয়?’

Chatgarsangbad.net

Leave a Comment