নিউজ ডেস্ক: চট্টগ্রাম সীতাকুণ্ড থানার ১২ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা মামলার প্রধান আসামি অপূর্ব দাসকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
গ্রেপ্তার অপূর্ব দাস (১৯), নগরের পাহাড়তলী থানা এলাকার দিলীপ দাসের ছেলে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, সীতাকুণ্ড থানায় ১২ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় প্রধান আসামি অপূর্ব দাস মীরসরাইয়ের বামন সুন্দর দারগার হাট বাজার এলাকায় অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে অভিযান চালিয়ে অপূর্ব দাসকে গ্রেপ্তার করা হয়। পরর্বতী আইনি ব্যবস্থার জন্য তাকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।