চন্দনাইশ উপজেলার পাঠানদনণ্ডী সার্বজনীন শ্রীশ্রী সত্যনারায়ন-লোকনাথ ধাম ও অদ্বৈতানন্দ সেবা সংঘের প্রতিষ্ঠাতা শ্রীমৎ স্বামী শম্ভুনাথ মিশ্র ব্রহ্মচারী গত ১০ মে ২০২৫ শনিবার মহাপ্রয়াণ বরণ করেছেন।
প্রয়াণকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বৎসর। তিনি স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য ভক্ত, শিষ্য ও গুণগ্রাহী রেখে যান। গত ২০ মে তাঁর ক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২২মে বৃহষ্পতিবার তাঁর মৎস্যমুখী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।