
নিউজ ডেস্ক >>> বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, “শত অত্যাচার, নির্যাতন ও জুলুম আমাদের অগ্রযাত্রাকে রোধ করতে পারেনি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় কেউ ছিনিয়ে নিতে পারবে না।তিনি আরও বলেন, “এই বিজয় নিশ্চিত করতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণ আজ পরিবর্তন চায়, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশায় রয়েছে তারা।গতকাল লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত কেন্দ্র প্রতিনিধি ও সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সমাবেশে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী।সদর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ মহীউদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, নায়েবে আমীর অধ্যাপক আবু তাহের, সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আ ন ম নোমান, শ্রমিক কল্যাণ সভাপতি মাস্টার আব্দুল সালাম, জামায়াত নেতা জহির মুহাম্মদ শামসুদ্দিন, মাওলানা আব্দুল কাদের, মাওলানা নুরুল আবছার ও মাওলানা আব্দুল কাইয়ুম।
Leave a Reply