আহসান উদ্দীন পারভেজ: পথচারীদের ঝুঁকিমুক্ত ও নিরাপদে পারাপারের জন্য লালখান বাজার ইস্পাহানী মোড়ে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে ১৪নং লালখান বাজার ওয়ার্ডের সর্বস্তরের জনগণের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন।
এতে আরও বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, ১৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাছিম আহমেদ, সদস্য ইসমাইল হোসেন, চট্টগ্রাম মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নাছরিন বাপ্পী, দপ্তর সম্পাদক এডভোকেট সানজি, সাবেক যুগ্ম আহবায়ক, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল মাসহাব মুরছালিন আহমেদ, ১৪নং ওয়ার্ড যুবদলের সাবেক আহবায়ক জহিরুল ইসলাম, সাবেক যুগ্ম আহবায়ক নাছির উদ্দিন পিন্টু, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ জিয়া উদ্দিন রনি প্রমূখ।
এছাড়া মানববন্ধনে উপস্থিত হয়ে ফুটওভার ব্রিজ নিমার্ণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মো মাহফুজুর রহমান প্রকল্প পরিচালক, শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়ক প্রকল্প।