নিউজ ডেস্ক: বান্দরবানের লামায় গলায় ফাঁস দিয়ে আনোয়ার হোসেন (৪৭) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত আনোয়ার হোসেন ঢাকার কেরানীগঞ্জের কালীগঞ্জ পশ্চিম পাড়াস্থ শাহী মসজিদ রোডের আবু তাহেরের ছেলে।
মঙ্গলবার (২২ জুলাই) রাতের কোন এক সময় লামার মিরিঞ্জা ভ্যালি ‘ডেঞ্জার হিল রিসোর্ট’ এর ১২ নম্বর কটেজে এ ঘটনা ঘটে।
বুধবার (২৩ জুলাই) দুপুর সাড়ে ১২টায় ঘটনাস্থল থেকে লামা থানা পুলিশ লাশ উদ্ধার করে।
ডেঞ্জার হিল রিসোর্টের মালিক সাদ্দাম হোসেন বলেন, ঘটনা শুনে পুলিশসহ আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। পর্যটক আনোয়ার হোসেন গত ২১ জুলাই সকাল ১০টার দিকে রিসোর্টে আসে। গত দুইদিন সে রিসোর্টে অবস্থান করেন। আজ বুধবার সকাল ১০টায় রিসোর্টের স্টাফ সাজ্জাতুর রহমান ও মো. রিফাত নাস্তা দিতে গিয়ে কটেজের দরজা বন্ধ দেখতে পায়। তারা বেড়ার কটেজের অন্য ফাঁক দিয়ে উঁকি দিলে দেখেন লাশ ঝুলে আছে। পরে তারা ম্যানেজার আব্দুর রাজ্জাক সুমনকে অবহিত করলে, মালিকপক্ষ পুলিশকে অবহিত করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ডেঞ্জার হিল রিসোর্টের মালিক আকাইদ হোসেন ফোন করে জানান তার রিসোর্টে একজন টুরিস্ট ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে পুলিশ কটেজের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করি এবং কটেজের টয়লেটের দরজার উপরের রেলিংয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করি। নিহতের পকেটে পাওয়া আইডি কার্ড থেকে তার পরিচয় জানা গেছে।
Leave a Reply