রোহিঙ্গা শিশু অপহরণ:অত:পর মাটিতে পুঁতে ফেলার নায়ক রোহিঙ্গা নুর ইসলাম গ্রেফতার!


শ.ম.গফুর:

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরের ১৯ নং ক্যাম্প থেকে ৬ বছরের শিশু’কে অপহরণের পর মাটিতে পুঁতে রেখে মুক্তিপণ দাবীর ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। মুক্তিপন দিয়ে ফেরত আসার ৪ দিন পর অপহরণের নায়ক’কে গ্রেফতার করেছে পুলিশ। কক্সবাজারের পুলিশ সুপার রহমত উল্লাহ জানান, উখিয়ার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লক থেকে নুর ইসলাম (২১) কে সোমবার বিকেলে গ্রেফতার করা হয়। সে একই ক্যাম্পের মৃত নুরুল হকের সন্তান।

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন সংবাদ মাধ্যমে জানান, ৮ জানুয়ারি বিকেল সাড়ে ৪টার পর শিশু আরাকান কে ছোলা মুড়ি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নিয়ে যায় গ্রেফতার নুর ইসলাম। তার সাথে ছিলেন মো. সাদেক নামের আরো একজন অপহরণকারী। সে পলাতক রয়েছে।

জসীম উদ্দিন বলেন, অপহরণের পর শিশু আরাকানকে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে যায় অপহরণকারীরা। সেখান থেকে শিশুটির পিতা আব্দুর রহমানের কাছে মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ দিতে না চাইলে অপহরণকারীরা শিশুটির গলা পর্যন্ত মাটিতে পুঁতে রেখে ভিডিও পাঠায় আব্দুর রহমানের কাছে।অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন দাবী করেন, পুলিশের তৎপরতায় ১৭ জানুয়ারি অপহরণকারীরা ভুক্তভোগী আরাকানকে উখিয়ার কুতুপালং বাজারে রেখে চলে যায়।

ভুক্তভোগী আরাকানের পিতা আব্দুর রহমান বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে দাবী করেছিলেন, ২ লাখ ১০ হাজার টাকার বিনিময়ে তার সন্তানকে ফেরত দিয়েছিলো অপহরণকারীরা।


Related posts

গ্রামআদালত সক্রিয়করণে চন্দনাইশে অনুষ্ঠিত হল ইউপি সদস্যদের প্রশিক্ষণ

Mohammad Mustafa Kamal Nejami

নিরাপদ, সন্ত্রাস, মাদকমুক্ত ফটিকছড়ি গড়তে চাই: সনি

Chatgarsangbad.net

প্রতিমন্ত্রী হচ্ছেন নজরুল ইসলাম ও ওয়াসিকা

Chatgarsangbad.net

Leave a Comment