রোহিঙ্গা ক্যাম্প ও বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সড়ক পরিদর্শনে প্রধান উপদেষ্টার প্রতিনিধি দল


শ.ম.গফুর:

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার প্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।

১৩ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১১ টারদিকে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি সংক্রান্ত উচ্চ প্রতিনিধি (উপদেষ্টা পদমর্যাদার) ড.খলিলুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কক্সবাজার জেলার উখিয়ার কয়েকটি রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে আসেন।

প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্প-৪ এ/১০ ব্লকে অবস্থিত বিশ্ব খাদ্য কর্মসুচী কর্তৃক পরিচালিত ই-ভাউচার শপ পরিদর্শন করেন।এসময় ডাটা কার্ডের মাধ্যমে রেশন সংগ্রহের কার্যক্রম সম্পর্কে অবগত হন এবং চারপাশ ঘুরে দেখেন।
এরপর ক্যাম্প-২০’র এম/২৪ ব্লকে অবস্থিত আইওম কর্তৃক পরিচালিত ঈন্নভাতিওন ইন্নুভেশন ভ্যালি-বিল্ড ব্যাক বেটার প্রকল্প পরিদর্শন করেন।এসময় আইওম’র পক্ষ থেকে প্রতিনিধি দল’ইন্নোভেশন ভ্যালি প্রকল্প সম্পর্কে স্থিরচিত্র এবং প্রামাণ্য চিত্রের মাধ্যমে বিস্তারিত ব্রিফিং প্রদান করা হয়।রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্ট সি আইসি অফিস সংলগ্ন ওয়াচ টাওয়ার থেকে রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক দৃশ্য অবলোকন করেন।
রোহিঙ্গা ক্যাম্প-৯’র জি/১০ ব্লকে অবস্থিত তুরস্কের হাসপাতাল পরিদর্শন করেন।এসময় উক্ত হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে অবগত হন।
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম বিওপি সংলগ্ন বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সড়ক থেকে মায়ানমার সিমান্ত এলাকার সার্বিক দৃশ্য অবলোকন করেন।
পরে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ডি ব্লকে ইউএনএইচসিআর কর্তৃক পরিচালিত লাইভলীহুড প্রকল্প পরিদর্শন করেন।এসময় উক্ত সেন্টারের কারিগরি প্রশিক্ষণ এবং বিভিন্ন হস্তশিল্পের কাজ পরিদর্শন এবং অবলোকন করেন।

এসময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহা পরিচালক শাহ আলম খোকন,শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোঃ মিজানুর রহমান সহ প্রতিনিধি দলের সদস্য, স্থানীয় প্রশাসনের পদস্থ কর্মকর্তা,ক্যাম্প প্রশাসন ও এনজিও প্রতিনিধিদের অনেকেই উপস্থিত ছিলেন।


Related posts

অপরাধ দমন ও জনগণের সেবায় প্রশংসিত চকরিয়ার ওসি শফিকুল ইসলাম

Md Maruf

চন্দনাইশ উপজেলা শিক্ষা অফিসারকে বিদায় সংবর্ধনা দিল জাতীয় প্রাথমিক সহকারি শিক্ষক ফাউন্ডেশনের শিক্ষকরা

Chatgarsangbad.net

উখিয়ায় মুসলিম পরিচয়ে সাতকানিয়ার হিন্দু যুবক বাবলু কর্মকারের বিয়ে!

Chatgarsangbad.net

Leave a Comment