আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

রামুতে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩


শেফাইল উদ্দিন, ঈদগাঁও: কক্সবাজারের রামুতে যাত্রীবাহী বাসের সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও সাতজন। সোমবার (১৬ জুন) সকাল ৮টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু রশিদ নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত এবং আহতরা সবাই বাসের যাত্রী বলে জানিয়েছেন রামু হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. নাছির উদ্দিন। তবে তাদের নাম-ঠিকানা জানা যায়নি।

তিনি বলেন, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী পুরবী পরিবহনের যাত্রীবাহী বাস এবং ঢাকা থেকে কক্সবাজারগামী কাভার্ডভ্যান রামু রশিদ নগর এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী বাস সড়ক থেকে খাদে পড়ে যায় আর কাভার্ডভ্যানটি গাছের সঙ্গে আটকে যায়। ঘটনাস্থলে যাত্রীবাহী বাসের তিনযাত্রী নিহত হয়। এ ছাড়া আহত হয় সাতজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। নিহতদের মধ্যে দুইজন নারী ও একজন শিশু রয়েছে।

রামু হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. নাছির উদ্দিন বলেন, ঘটনার পরপরই বাস ও কাভার্ডভ্যানের চালকরা পালিয়ে যায়। গাড়ি দুটি উদ্ধার করার চেষ্টা চলছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর