রাজধানী ঢাকায় আবার ভূমিকম্প অনুভূত


নিউজ ডেস্ক: পাঁচদিনের মাথায় ফের রাজধানী ঢাকায় আবার ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির এ তথ্য জানান। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৬। তিনি বলেন, এটা স্বল্পমাত্রার ভূমিকম্প। এর উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশালে।

গত শুক্র (২১ নভেম্বর) ও পরদিন শনিবার প্রায় ৩১ ঘণ্টার মধ্যে ঢাকা ও এর আশপাশে চারটি ভূমিকম্পের ঘটনা ঘটে। এর মধ্যে শুক্রবার সকালে ঢাকা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটির উৎস ছিল নরসিংদীর মাধবদী। উৎপত্তিস্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। শুক্রবাররের ভূমিকম্পে ১০ জন নিহত হয়। আহত হয় ছয়শ’র বেশি মানুষ।


Related posts

কাপ্তাই উপজেলায় জনসমর্থন কার পক্ষে?

Chatgarsangbad.net

ভাটিয়ারিতে বসুন্ধরা কাপ গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত

Chatgarsangbad.net

আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করেছে যুক্তরাষ্ট্র: শেখ হাসিনা

Chatgarsangbad.net

Leave a Comment