মীর জাহেদ, রাঙ্গুনিয়া(চট্রগ্রাম) প্রতিনিধি।। রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান রাঙ্গুনিয়া আলমশাহ পাড়া কামিল (এম.এ) মাদ্রাসার কামিল (তাফসির) বিভাগের ২০২১-২০২২ সেশনের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আজ ২০শে মে মঙ্গলবার,বিকাল ৩ টায় মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত হয়।উক্ত অনুস্ঠানে কামিল (তাফসির) বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ মেহেদী হাসান’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাঙ্গুনিয়া আলমশাহপাড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ-মাওলানা মীর মুহাম্মদ জাহাঙ্গীর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ আবুল বরকাত মুহাম্মদ কুতুব উদ্দিন এবং প্রধান মুফাস্সির মাওলানা আব্দুস শহীদ কাশেমী,ও মুফাস্সির মাওলানা মোঃ মুজিবুর রহমান প্রমুখসহ সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকবৃন্দ।বক্তারা বলেন, শিক্ষার কোনো শেষ নেই,তোমরা সবাই এক এক জন ভবিষ্যৎে কেউ মুফাস্সির, কেউ প্রভাষক, আবার কেউ অধ্যক্ষ, উপাধ্যক্ষ, আবার কেউ কেউ জাতীয় মসজিদের খতীব হয়ে কুরআনের খিদমতে নিজেকে নিয়োজিত রাখবে।অনুস্ঠান শেষে বিদায়ী সকল শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।
Leave a Reply