রাঙ্গুনিয়ার শীর্ষ মাদক সম্রাট জলুুক্ক্যা গ্রেফতার


এস. এ. নয়ন, রাঙ্গুনিয়া 

রাঙ্গুনিয়ার শীর্ষ মাদক সম্রাট জলুক্কাকে রাজানগর ইউনিয়নের নিজ বাড়ী থেকে গ্রেফতার করেছে রাঙ্গুনিয়া থানার পুলিশ। সে রাঙ্গুনিয়ার একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। এর আগেও সে কয়কবার মাদকসহ গ্রেফতার হয়েছিল।

যতবার সে গ্রেফতার হয়েছিল রাজনৈতিক নেতাদের তদবিরে থানা ও জেল থেকে বেরিয়ে এসে পুনরায় মাদক ব্যবসা চালান এই মাদক সম্রাট জলুক্কা। মাদকসহ জলুক্কা বার বার ধরা পড়লেও অদৃশ্য শক্তি ও প্রভাবে সে বেড়িয়ে আসে। তবে এবার তাকে ছাড়িয়ে আনতে কে থানায় তদবির করেন তাকে চিহ্নিত করার সময় এসেছে।


Related posts

আগ্রাবাদ শাহ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সের মাসিক ত্বরিকত বৈঠক আগামিকাল

Chatgarsangbad.net

শহীদ আহমদুল হক চৌধুরী স্মৃতি সংসদের আহবায়ক কমিটি গঠন

Sohel Taj

বাজারের বর্জ্যে দখল দূষণে বিপন্ন ইছামতি নদী

Chatgarsangbad.net

Leave a Comment