আজ ১৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাঙ্গুনিয়ায় সংখ্যালঘুদের জমি আও,লীগ নেতার দখলচেষ্টার অভিযোগ


নুরুল আবছার চৌধুরী, নিজস্ব প্রতিবেদক >>> রাঙ্গুনিয়ায় সংখ্যালঘু এক পরিবারের জমি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগ উঠেছে। উপজেলার শিলক ইউনিয়নের নটুয়ার টিলা গ্রামের ওই পরিবার গতকাল শুক্রবার বিকেলে সাংবাদিকদের কাছে অভিযোগ জানায়।পরিবারের সদস্যদের ভাষ্য, শিলক ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের নটুয়ার টিলা এলাকায় রবীন্দ্র দাশ ও বীরেন্দ্র দাশের প্রায় সাত শতক জমি প্রতিপক্ষ পক্ষ দখলে নেওয়ার চেষ্টা চালিয়ে আসছে। এ নিয়ে নিম্ন আদালতে মামলা হলে আদালত রবীন্দ্র দাশদের পক্ষে রায় দেন।রবীন্দ্র দাশ বলেন, ‘শিলক ছয় নম্বর ওয়ার্ড আ.লীগের সভাপতি মোছা তালুকদার ভুয়া কাগজপত্র তৈরি করে আমাদের সাত শতক জমির মালিকানা দাবি করছেন। প্রকৃতপক্ষে আমাদের বসতভিটা দখলের জন্য নামজারি জালিয়াতির মাধ্যমে হয়রানি করা হচ্ছে।’বীরেন্দ্র দাশের স্ত্রী বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে এই জায়গায় বসবাস করছি। এখানেই আমাদের পারিবারিক মন্দির রয়েছে, যেখানে প্রতিদিন সনাতন সম্প্রদায়ের লোকজন প্রার্থনা করেন। বারবার হয়রানির শিকার হয়ে আমরা প্রশাসনের সহায়তা চাই।’এ বিষয়ে অভিযুক্ত মোছা তালুকদারের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর