 
            
                            
                       
মীর জাহেদ রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি >>> চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পার্কভিউ হাসপাতাল ও রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটালের যৌথ উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ৯ টা থেকে উপজেলার রাজানগর বগাবিলি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে প্রায় দুই হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।এর মধ্য দিয়ে এক মাসে উত্তর রাঙ্গুনিয়া (লালানগর),নিশ্চিন্তাপুর (হোসনাবাদ) এবং বগাবিলি(রাজানগর) ইউনিয়ন সহ মোট তিন ক্যাম্পে প্রায় ৫ হাজারের অধিক মানুষকে সেবা প্রদান করা হয়েছে।ক্যাম্পে পার্কভিউ ও রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হাসপাতালের প্রায় ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসক বিভিন্ন রোগের বিনামূল্যে পরামর্শ ও চিকিৎসাসেবা প্রদান করেন। পাশাপাশি ফ্রি ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় এবং ফ্রিতে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।আয়োজকরা জানান, রাঙ্গুনিয়ার প্রত্যন্ত অঞ্চলের সাধারণ ও অসহায়, দুস্হ মানুষের মানসম্মত চিকিৎসা ও ওষুধ সেবা পৌঁছে দিতে ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে।অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্কভিউ হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ও রাঙ্গুনিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. এটিএম রেজাউল করিম। এসময় উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের, পার্কভিউ ও রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটালের কর্মকর্তাবৃন্দ।দিনব্যাপী এ সেবা কার্যক্রমে স্থানীয় জনগণের মাঝে এক অভূতপূর্ব সাড়া পাওয়া যায়।দিনব্যাপী ফ্রি এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করে রাঙ্গুনিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
Leave a Reply