আজ ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাঙ্গুনিয়ায় প্রতিবন্ধি নারীকে ধর্ষণ, আসামী গ্রেফতার


নুরুল আবছার চৌধুরী,নিজস্ব প্রতিবেদক >>> রাঙ্গুনিয়া প্রতিবন্ধী ও স্বামী পরিত্যক্তা এক নারীকে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামী মো. ফারুক (৪৫) কে গ্রেফতার করেছে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ।গ্রেফতারকৃত ফারুক চন্দ্রঘোনা ইউনিয়নের পারুয়া হাজানিহাট এলাকার কাজী বাড়ির বাসিন্দা। বর্তমানে তিনি চন্দ্রঘোনা বনগ্রাম নতুন গ্রামে বসবাস করতেন।পুলিশ সূত্রে জানা গেছে, ভিকটিম সুমাইয়া আক্তার (২৫) জীবিকার তাগিদে ভিক্ষাবৃত্তি করতেন। এই সুযোগে আসামী ফারুক বিয়ের প্রলোভন দেখিয়ে ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত বনগ্রাম আজিজনগর এলাকার একটি পরিত্যক্ত গ্যারেজে একাধিকবার তাকে ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিম অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি ফাঁস হয়।ঘটনার পর ভিকটিম বাদী হয়ে রাঙ্গুনিয়া মডেল থানায় মামলা দায়ের করেন। এরপর থেকেই আসামী আত্মগোপনে ছিলেন।গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার সকালে সহকারী পুলিশ সুপার মো. বেলায়েত হোসেন, পিপিএম এর তত্ত্বাবধানে ও ওসি এটিএম শিফাতুল মাজদার নির্দেশনায় এসআই (নিঃ) মিজানুর রহমান এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে গোচরা বাজার এলাকা থেকে ফারুককে গ্রেফতার করে।রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, “আসামীকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের স্বার্থে রিমান্ড আবেদন করা হবে। নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধের বিরুদ্ধে রাঙ্গুনিয়া পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”উল্লেখ্য, সম্প্রতি ভিকটিম সুমাইয়া আক্তার একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।রাঙ্গুনিয়ায় প্রতিবন্ধি নারীকে ধর্ষণ, আসামী গ্রেফতার।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর