
রাঙ্গুনিয়া সংবাদদাতা: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে সম্পূর্ণা সাহা মিমি (৮) নামের এক স্কুলছাত্রী মারা গেছে।
বুধবার(২৯ অক্টোবর) সকালে স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের নিজ বাড়ির পাশের পুকুরে এই দুর্ঘটনা ঘটে।
মৃত মিমি দক্ষিণ সাবেক রাঙ্গুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তিনি বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সুমী সাহা ও বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী লিটন সাহার একমাত্র মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতোই স্কুলের প্রস্তুতি নিচ্ছিল মিমি। তবে স্কুলে বিশেষ কাজ থাকায় মা সুমী সাহা স্বাভাবিক সময়ের আগেই বিদ্যালয়ের পথে রওনা হন। এরপর গোসলের উদ্দেশ্যে বাড়ির পাশের পুকুরে নামে মিমি। এক পর্যায়ে পা পিছলে সে গভীর পানিতে তলিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হঠাৎ মেয়ে হারানোর শোকে স্তব্ধ বাবা-মা। মৃত্যুসংবাদ শুনে কর্মস্থল থেকে ছুটে আসেন বাবা লিটন সাহা।
বিদ্যালয়ের শিক্ষক টিটু সেন জানান, “মিমি আমাদের তৃতীয় শ্রেণির ফার্স্ট গার্ল ছিল। নাচ-গানসহ সাংস্কৃতিক কর্মকাণ্ডে তার ছিল অসাধারণ দক্ষতা। এত প্রাণবন্ত একটি মেয়ে যে এভাবে চলে যাবে মেনে নেওয়া কঠিন।
Leave a Reply