রাঙ্গুনিয়ায় পুকুরের ডুবে এক শিশুর মৃত্যু


রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আব্দুল রহমান জামী নামে ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের মঘাছড়ি পুলিশ ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল রহমান জামী ওই এলাকার জিন্নাত আলীর ছেলে এবং স্থানীয় বর্ণমালা কিন্ডারগার্টেন স্কুলের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবারের সদস্যরা জানান, জামী দুপুর সাড়ে ১২টার দিকে স্কুল থেকে ফিরে ব্যাগ রেখেই সবার অগোচরে খেলতে বাইরে যায়। এর কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। প্রায় দুই ঘণ্টা পর, বিকেল আড়াইটার দিকে পার্শ্ববর্তী একটি পুকুরে তার লাশ ভাসতে দেখা যায়।

স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে রাঙ্গামাটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 


Related posts

আজ শহীদ নূর হোসেন দিবস

Chatgarsangbad.net

আগামী নির্বাচনে ইসলামকে বিজয়ী করতে যুবকদের নেতৃত্ব দিতে হবে

Mohammad Mustafa Kamal Nejami

চট্টগ্রাম লালদিঘীর পাড় মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত

Chatgarsangbad.net

Leave a Comment