রাঙ্গুনিয়ায় নিখোঁজ যুবকের লাশ উদ্ধার


এস. এ. নয়ন, রাঙ্গুনিয়া: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় রিটন আচার্য্য নয়ন (পিতা-মৃত ননী গোপাল আচার্য্য, উত্তর পারুয়া বসাকপাড়া) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে নয়ন রানীরহাট থেকে সাইকেলযোগে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেয়। এরপর থেকে আর তার কোনো খোঁজ মেলেনি। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

তাৎক্ষণিক পুলিশকে জানানো হলে তাঁরা অনেক খোঁজাখুঁজির গভীর রাতে, আনুমানিক রাত ২টা ৩০ মিনিটের দিকে রানীরহাট-রোয়াজারহাট সড়কের পশ্চিম হালিমপুর এলাকার রাস্তার পাশে একটি ঘাসক্ষেতে তার লাশ সাইকেলসহ পড়ে থাকতে দেখা যায়। নিহত নয়ন দীর্ঘদিন ধরে মৃগীরোগে ভুগছিলেন বলে পরিবার সূত্রে জানা যায়। তিনি রানীরহাটে আবুল খায়ের (মেরিজ সিগারেট) কোম্পানির সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন।

খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান। তবে তার মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মৃত্যুকালে তাঁর একটি মেয়ে ও ছোট দুই ছেলে এবং বৃদ্ধ মাকে রেখে যান।


Related posts

চন্দনাইশে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

Chatgarsangbad.net

চন্দনাইশে মা সমাবেশ অনুষ্ঠিত

Mohammad Mustafa Kamal Nejami

টেকনাফে বিজিবি’র ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার:একজন গ্রেফতার

Chatgarsangbad.net

Leave a Comment