আজ ১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাঙ্গুনিয়ায় জামায়াতে ইসলামীর সভায় বক্তারা- আ.লীগসহ ১৪ দলকে নিষিদ্ধ করতে হবে


নুরুল আবছার চৌধুরী: নিজস্ব প্রতিবেদক >>> আওয়ালীগ ও ইসলাম বিরোধীরা জোট সরকারের সময় জামায়াতে ইসলামীর দুই মন্ত্রীর কোনো দুর্নীতি আবিষ্কার করতে পারেনি। তারা ক্ষিপ্ত পেয়ে ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি ঘটিয়েছে। তারা ৭০ জন জামায়াতের কর্মীকে হত্যা করে লাশের ওপর দাড়িয়ে নৃত্য করেছে। আওয়ামীলীগের এই কর্মকান্ড আইয়ামে জাহেলিয়াতকে হার মানিয়েছে। অবিলম্বে আওয়ালীগসহ ১৪ দলকে নিষিদ্ধ করতে হবে। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জামায়াতে ইসলামী’র পল্টন ট্রাজেডি স্মরণে আয়োজিত সমাবেশে বক্তারা একথা বলেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার মরিয়মনগর চৌমুহনী চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা জামায়াতে ইসলামীর অ্যাসিসটেন্ট সেক্রেটারি জেনারেল অধ্যাপক ফজলুল করিম চৌধুরী। সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাছান মুরাদ। সেক্রেটারি মাস্টার কামাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন নায়েবে আমীর শিক্ষক মাও, শওকত হোসেন, পৌরসভার সভাপতি মো. শাহ আলম, রাঙ্গুনিয়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রাশেদুল ইসলাম, ছাত্র শিবির রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি ওয়াহেদুল ইসলাম প্রমুখ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি মরিয়মনগর চৌমুহনী থেকে শুরু হয়ে কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গুনিয়া মডেল থানা সদর গিয়ে শেষ হয়। ছবির ক্যাপশন- পল্টন ট্রাজেডি স্মরণে রাঙ্গুনিয়ায় জামায়াতের মিছিল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর