আজ ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাঙ্গুনিয়ায় এক সপ্তাহে পুকুরে ডুবে ৫ শিশুর মৃত্যু


নিউজ ডেস্ক: চট্টগ্রাম রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে এক সাপ্তাহের ব্যবধানে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।

জানা গেছে, রোববার (২৬ অক্টোবর) রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা এলাকায় মো. ইয়াছিন (১২) নামে এক শিশুর মৃত্যু হয়। আর আগে শুক্রবার (২৪ অক্টোবর) উপজেলার পারুয়া ইউনিয়নের উত্তর পারুয়ার দক্ষিণ পাড়া গ্রামে সুমাইয়া আক্তার (১১), রুবিনা পারভীন হাবিবা (৭) ও জান্নাত আক্তার (১০) নামে একসঙ্গে তিন শিশুর মৃত্যু হয়।

সর্বশেষ বুধবার (২৯ অক্টোবর) সকালে মামার বাড়িতে বেড়াতে এসে সম্পূর্ণা সাহা মিমি (৯) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়। রাঙ্গুনিয়া উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড মহাজন বাড়ি এলাকার পুকুরে এই ঘটনা ঘটে৷ সে চার নম্বর ওয়ার্ড সুশীল ডাক্তার বাড়ির লিটন সাহার মেয়ে। সাবেক রাঙ্গুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী ছিলো সে।

এমন অপমৃত্যু কখনো কাম্য নয়, উল্লেখ করে বাচ্চাকে সাঁতার শেখানো ও অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার ইসমাইল হুসাইন।

তিনি বলেন, বুধবার সম্পূর্ণা সাহা মিমি নামের এক স্কুল ছাত্রীকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে দেখা যায়, তাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। এছাড়া গত কয়েক দিনে পাঁচ শিশুর মৃত্যু হয়। এ বিষয়ে অভিভাবকদের সর্তকতা জরুরি।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর