রাঙ্গুনিয়ায় অটোরিকশার ধাক্কায় আহত যুবকের মৃত্যু


রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয়েছিলেন এক যুবক।

দীর্ঘ দেড় মাস চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৭ অক্টোবর) বিকাল পৌনে ৬ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় সে।

তার নাম ইমতিয়াজ হোসেন ইতুন (২৬)। সে রাঙ্গুনিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ওয়াকিল আহাম্মদ চেয়ারম্যানের বাড়ির আক্তার হোসেনের ছেলে।

নিহতের স্বজন আবু তাহের জানান, গত ২১ আগস্ট রাত ৮টার দিকে রাঙ্গুনিয়ার রোয়াজারহাট বাজারে রাস্তা পারাপার হওয়ার সময় দ্রুতগামী একটি ব্যাটারি চালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। তার মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। দুর্ঘটনার পর প্রথমে চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ দেড় মাস নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার তার মৃত্যু হয়। সে পরিবারে তিন ভাই এক বোনের মধ্যে তৃতীয় সন্তান। তার স্ত্রী এবং এক কন্যা সন্তান রয়েছে। তার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।


Related posts

ঢাকায় ব্রুনাইয়ের সুলতান, স্বাগত জানালেন রাষ্ট্রপতি

Chatgarsangbad.net

চন্দনাইশে বিভিন্ন পয়েন্টে সেনাবাহিনীর চেকপোস্ট, ব্যাপক তল্লাশি

Mohammad Mustafa Kamal Nejami

কবি ও গবেষক প্রফেসর ড. মুহাম্মদ ফরিদুদ্দিন ফারুকের ৫০তম জন্মবার্ষিকী পালন

Chatgarsangbad.net

Leave a Comment