আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাঙামাটিতে পুলিশের অভিযানে ১০ জুয়ারি আটক


রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি শহরে জুয়ারিদের বিরুদ্ধে পুলিশের চলমান সাঁড়াশি অভিযানের দ্বিতীয় দিনে আরও ১০ জন জুয়ারিকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ।

মঙ্গলবার মধ্যরাতে শহরের ব্যস্ততম বাস টার্মিনাল এলাকা থেকে এই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃৃতরা সকলেই রাঙামাটি শহরের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

কোতোয়ালী থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একে একে ১০ জনকে হাতেনাতে আটক করা হয়, যারা ওই সময় প্রকাশ্যে জুয়ার আসরে উপস্থিত থেকে খেলায় মেতে ছিলেন। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে প্রতিবেদককে নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো: সাহেদ উদ্দিন।

উল্লেখ্য, এর আগের দিন সোমবার রাতে শহরের রিজার্ভ বাজারের সৈকত আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আরও ১৩ জন জুয়ারিকে আটক করেছিল কোতোয়ালী থানা পুলিশ। আটককৃত সেই জুয়ারিরা সকলেই জুরাছড়ি উপজেলার বাসিন্দা ছিলো।

রাঙামাটির পর্যটনবান্ধব পরিবেশকে কলুষিত করে তুলছে একটি অসাধু চক্র, যারা দীর্ঘদিন ধরে হোটেল ও টার্মিনাল এলাকায় জুয়ার আসর চালিয়ে আসছিল।

পুলিশের এমন ধারাবাহিক অভিযানে শহরের সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছে এবং এই উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর