আনোয়ারা (চট্টগ্রাম)প্রতিনিধি : বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সাবেক কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগরের সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ রঈস উদ্দিন কাদেরীকে মব সৃষ্টি করে হত্যার প্রতিবাদে ও খুনিদের শাস্তির দাবিতে আজ সোমবার আনোয়ারায় সকাল ৯টা থেকে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে।
সরেজমিনে আনোয়ারা উপজেলার ছাত্রসেনার নেতাকর্মীরা বিভিন্ন পয়েন্টে অবস্থান করতে দেখা যায় । তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত আনোয়ারায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অবরোধ চলবে ১২টা পর্যন্ত।
উল্লেখ্য, শনিবার (২৬ এপ্রিল) ঢাকায় ফিলিস্তিনের পক্ষে আয়োজিত ‘Mass Gathering for Palestine’ সমাবেশে অংশ নিয়ে ফেরার পথে রোববার (২৭ এপ্রিল) সকালে গাজীপুরে তাকে ‘বলাৎকারের’ অভিযোগে প্রকাশ্যে নির্যাতন করা হয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠায়।
ওই রাতেই তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।