আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

রংপুরে জাপা ও গণপরিষদের পাল্টা পাল্টি সমাবেশ ঘিরে উত্তেজনা


মোঃইনামুল হক, রংপুর

রংপুরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে নগরীতে টান টান উত্তেজনা বিরাজ করছে। দুই পক্ষের প্রস্তুতির কথা বলা হলেও গণঅধিকার পরিষদের কোনও তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না। তবে জাতীয় পার্টি তিন দিন ধরে সমাবেশের সমর্থনে প্রচার-প্রচারণা মাইকিং অব্যাহত রেখেছে। আগামীকাল শুক্রবারের (৮ নভেম্বর) সমাবেশকে ঘিরে বড় ধরনের সহিংস ঘটনার আশঙ্কা করছেন নগরবাসী।

জাতীয় পার্টির দলীয় সূত্রে জানা গেছে, ঢাকায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ ও মালামাল ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে রংপুরে জাতীয় পার্টির নেতাকর্মীরা নগরীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে গণঅধিকার পরিষদের নেতাদের দায়ী করে আসছিলেন। ছাত্র অধিকার পরিষদের ব্যানারে হামলা অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করা হলেও নেপথ্যে সমন্বয়কদের উসকানির অভিযোগ করেন তারা।

এদিকে গণঅধিকার পরিষদের উদ্যোগে শুক্রবার রংপুর জিলা স্কুল প্রাঙ্গণে বিভাগীয় সমাবেশ আহ্বান করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন দলের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। যদিও এই সমাবেশ সম্পর্কে সাধারণ মানুষের মাঝে জানাজানি না হলেও ৩/৪ দিন ধরে নগরীজুড়ে জনসভারে সমর্থনে ব্যাপক পোস্টারিং লক্ষ্য করা গেছে।

গণঅধিকার পরিষদের সমাবেশ আহ্বানের ঘটনাকে কেন্দ্র করে রংপুর জেলা জাতীয় পার্টি জিলা স্কুল মাঠে পাল্টা সমাবেশ আহ্বান করার প্রস্তুতি নেয়। দলের একাধিক নেতা জানিয়েছেন, গণঅধিকার পরিষদের সমাবেশ করার বিষয়টি তারা মেনে নিতে চাচ্ছেন না।তৃণমূল পর্যায়ের জাতীয় পার্টির নেতাকর্মীরা বলেছেন, গণঅধিকার পরিষদ ঢাকায় তাদের দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে আগুন দিয়েছে, ভাঙচুর করেছে। তাদের রংপুরে সমাবেশ করতে দেওয়া হবে না। এ ঘটনা নিয়ে রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টির শীর্ষ নেতারা পাল্টা সমাবেশ আহ্বান করলে বড় ধরনের সহিংস ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

এ বিষয়ে জাতীয় পার্টির মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসির ও জেলা জাপার সদস্য সচিব আব্দুর রাজ্জাকের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ৮ নভেম্বর রংপুরে কোনও সমাবেশের কর্মসূচি দেবেন কি না সে বিষয়ে কোনও মন্তব্য করতেই রাজি হননি। তবে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয়ে কয়েকদিন ধরে বিপুল সংখ্যক নেতাকর্মী দলীয় কর্মসূচি জানার জন্য অপেক্ষা করতে দেখা গেছে।
রংপুরের দুই শীর্ষ নেতাকে ঢাকায় তলব।

উদ্ভূত পরিস্থিতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রংপুর সিটির সাবেক মেয়র ও মহানগর সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা ও সাধারণ সম্পাদক এস এম ইয়াসিরকে ঢাকায় ডেকে পাঠান বলে দলের দায়িত্বশীল সূত্রে নিশ্চিত হওয়া গেছে

সূত্রে জানা গেছে, জাতীয় পার্টির চেয়ারম্যানসহ শীর্ষ নেতৃত্ব এখন কারও সঙ্গে সংঘাতে যেতে চাইছে না। তারা সরকারের পরবর্তী পদক্ষেপ এবং তারা কী করতে চায় সেটিও পর্যবেক্ষণ করছেন বলে জানিয়ে একই স্থানে পাল্টাপাল্টি সমাবেশ না করার কথা বলেন। এর পরিপ্রেক্ষিতে রংপুর মহানগর ও জেলা জাতীয় পার্টি দলীয় কার্যালয়ে ৮ নভেম্বর বিকাল ৩টায় সমাবেশ আহ্বান করেছে। সমাবেশ সফল করার জন্য গত তিন দিন ধরে নগরীতে ব্যাপকভাবে মাইকিং অব্যাহত রয়েছে। অন্যদিকে বৃহস্পতিবার বিকালে দলীয় কার্যালয়ে জেলা ও মহানগর জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের প্রস্তুতি সভা আহ্বান করা হয়েছে। বিষয়ে জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুর রাজ্জাক বলেন, গণঅধিকার পরিষদ জিলা স্কুল মাঠে সমাবেশ করবে বলে শুনেছি। তবে আমাদেরও সমাবেশ রয়েছে, সেটা নগরীর সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয়ে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা বড় ধরনের সমাবেশ করার প্রস্তুতি নিয়েছি। সমাবেশ সফল করার জন্য বৃহস্পতিবার বিকালে দলীয় কার্যালয়ে নগরীর ৩৩টি ওয়ার্ড জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের সব স্তরের নেতা-কর্মীদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

তিনি জানান, ঢাকায় দলীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের পর জাতীয় পার্টির দুর্গ বলে পরিচিত রংপুরে দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষ আবারও উজ্জীবিত হয়েছে। আমাদের নেতাকর্মীরা যেকোনও ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত।

গণঅধিকার পরিষদের প্রস্তুতি

এদিকে এক সপ্তাহেরও বেশি আগে গণঅধিকার পরিষদের আহ্বানে রংপুর জিলা স্কুল মাঠে রংপুর বিভাগীয় সমাবেশ আহ্বান করা হইয়। তবে তাদের সমাবেশের সমর্থনে কোনও মিছিল-সমাবেশ করতে দেখা যায়নি। তবে পুরো নগরীজুড়ে ব্যাপক পোস্টারিং লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে রংপুর জিলা স্কুল মাঠে সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিশাল মাঠে একটি অংশে মঞ্চ বানানোর কাজ চলছে। সেখানে একটি ট্রাকের ওপর অনেকগুলো হর্ন দেখা গেলো। তবে দলের কোনও দায়িত্বশীল নেতাকে দেখা যায়নি।
এদিকে এক সপ্তাহেরও বেশি আগে গণঅধিকার পরিষদের আহ্বানে রংপুর জিলা স্কুল মাঠে রংপুর বিভাগীয় সমাবেশ আহ্বান করা হইয়। তবে তাদের সমাবেশের সমর্থনে কোনও মিছিল-সমাবেশ করতে দেখা যায়নি। তবে পুরো নগরীজুড়ে ব্যাপক পোস্টারিং লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে রংপুর জিলা স্কুল মাঠে সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিশাল মাঠে একটি অংশে মঞ্চ বানানোর কাজ চলছে। সেখানে একটি ট্রাকের ওপর অনেকগুলো হর্ন দেখা গেলো। তবে দলের কোনও দায়িত্বশীল নেতাকে দেখা যায়নি।

তবে গণ অধিকার পরিষদের পরিচয় দানকারী নাঈম নামের এক যুবক বলেন, রংপুর বিভাগীয় মহাসমাবেশ সফল করার ব্যাপক প্রস্তুতি চলছে। শুক্রবার রংপুর বিভাগের আট জেলা থেকে হাজার হাজার নেতাকর্মী সমাবেশে যোগ দেবেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর