আজ ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

মেধাবী শিক্ষার্থীদের হাতে আগামীর বাংলাদেশ: চন্দনাইশের ইউএনও রাজিব হোসেন


সৈয়দ শিবলী ছাদেক কফিল: মেধাবী শিক্ষার্থীদের হাতে আগামীর বাংলাদেশ এবং পুরস্কারকে প্রাধান্য না দিয়ে মেধা অর্জন করা এবং খেলাধুলার পাশাপাশি পড়ালেখা চালিয়ে যাওয়া এবং পিতামাতা ও শিক্ষকদের আদর্শ অনুসরণ করে শিক্ষাজীবন শেষ করে নিজের সুন্দর ভবিষ্যৎ জীবন অর্জনের লক্ষ্যে সামনের দিকে এগিয়ে যেতে শিক্ষার কোন বিকল্প নেই। সোমবার চন্দনাইশ উপজেলার কেশুয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে এ উপদেশমূলক কথা বলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেন।

কেশুয়া উচ্চ বিদ্যালয় কমিটির সভাপতি মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মো. নুরুজ্জামান। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলার একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায় এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড- চট্টগ্রামের সেকসন অফিসার লায়ন মোঃ জাহেদ হোসেন খোকা। উদ্বোধক ছিলেন কেশুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম উদ্দিন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয় কমিটির সদস্য মাস্টার মোখলেছুর রহমান, মো. রেজাউল করিম, মো. হাসান শরীফ, মো. হাছান, মো. খাইরুজ্জামান, বরকল আবদুল হাই- আনোয়ারা বেগম বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক ও চন্দনাইশ উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুল কবির চৌধুরী, বরকল শামসুজ্জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ফরহাদ হোসেন, শফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী প্রধান শিবু কান্তি চৌধুরী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর