নিউজ ডেস্ক: মীরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: অহিদুন্নবী (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি তেতৈয়া বাজারের ব্যবসায়ী ওই এলাকার মরহুম নুরুল ইসলামের ছেলে এবং কাটাছরা ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক।
বৃহস্পতিবার (১ মে) ভোর রাত ৪টার দিকে উপজেলার ৭নং কাটাছরা ইউনিয়নের তেতৈয়া গ্রামের কবির হুজুরের বাড়িতে এই ঘটনা ঘটেছে।
প্রতিবেশী জমির উদ্দিন জানান, বৃহস্পতিবার ভোরে বাড়ির পুকুরে মাছ ধরতে যান অহিদুন্নবী। পুকুরে বিদ্যুতের লাইন থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। উদ্ধার করে দ্রুত মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
কাটাছরা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক বলেন, অহিদুন্নবী ভাই আমাদের দলের নিবেদিত প্রাণ। তিনি ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। অত্যন্ত বিনয়ী নম্র ভদ্র ভাইটি এভাবে চলে যাবে ভাবতে কষ্ট হচ্ছে।